চট্টগ্রাম

সাংবাদিকদের দেশ-জাতির উন্নয়নে কাজ করতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২২ , ৫:২২:৩৬ প্রিন্ট সংস্করণ

মতলব প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

১৭ এপ্রিল বিকালে প্রতিমন্ত্রীর মতলবের বাড়ীতে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু। দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে প্রশ্নকরেন মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শামসুজ্জামান ডলার, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক গোলাম নবী খোকন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন বাদশা।

এসময় মতলব-গজারিয়া সেতু কবে নাগাদ দৃশ্যমান হবে, মেঘনা নদীর সীমানায় বালি উত্তোলন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে অবাধে বাড়িঘর নির্মান এবং জলাবদ্ধতা, উপজেলার সাংবাদিকদের করোনাকালীন সুবিধাদি না পাওয়া এবং মফস্বল সাংবাদিকদের গৃহায়ন সুবিধার আওতায় আনা যায় কি না সহ নানা বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রতিমন্ত্রী এসকল প্রশ্নের জবাব দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের আয়না। সমাজের দর্পণ হিসেবে সব সাংবাদিকদের দেশ-জাতির উন্নয়নে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেয়ার চিন্তা-ভাবনা করছেন। মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে সরকারের গঠনমূলক সমালোচনা করেন। তবে বর্তমান সরকার দেশব্যাপী স্কুল, কলেজ শিক্ষা, স্বাস্থ্য বাসস্থান ও যোগাযোগ ব্যবস্থাসহ সব অবকাঠামো উন্নয়নের সংবাদগুলো গুরুত্ব দিয়ে প্রচারের আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল। এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়াজী, সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম প্রমূখ।

আরও খবর

Sponsered content

Powered by