ক্রিকেট

সাকিব-মুশফিকের ফিফটি

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৩ , ১:০২:৫৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

১৮০ রানে পিছিয়ে থেকে দিন শুরু করে বাংলাদেশ। দিনের তৃতীয় ওভারেই হারায় মুমিনুলকে। দ্বিতীয় দিনে মাত্র ৫ রান তুলে মুমিনুল ফেরেন ১৭ রান করে। এরপর সাকিবের পাল্টা আক্রমণ ও সাবধানী মুশফিকে প্রতিরোধ করে বাংলাদেশ।

ঝড়ো ব্যাটিংয়ে ৪৫ বলেই ক্যারিয়ারে ৩১তম ফিফটি স্পর্শ করেন সাকিব। এছাড়া মুশফিকের সঙ্গে জুটিরও সেঞ্চুরি হয়ে গেছে সাকিবের।

৩৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭০ রানে ব্যাটিং করছে বাংলাদেশ। সাকিব ৭৪ ও মুশফিক আছেন ৫৩ রানে।

এর আগে ঢাকা টেস্টের প্রথম দিন আইরিশদের ২১৪ রানে অলআউট করে বাংলাদেশ। তবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষ সময়ে ৩৪ রানে দুই উইকেট হারায় টাইগাররা।