প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ৭:০১:৪২ প্রিন্ট সংস্করণ
নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার (৮ মার্চ) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, পিকেএসএস এর নির্বাহী কর্মকর্তা ডেইজী আহমেদ, চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা প্রমূখ।
সভায় নারীর সমতা, নারীর অধিকার, ক্ষমতা, উন্নয়নে সমান অংশীদার করার আহ্বান জানান বক্তারা।