স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২২ , ৬:৫৩:৫৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। আর একই সময়ে দেশে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ৫৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৭ জন। এর আগের দিন শনিবারও আক্রান্ত হয়েছিলেন ৬৩৫ জন। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।  সবমিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট আক্রান্ত  রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২৯৫ জনে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি  হাসপাতালে সর্বমোট দুই হাজার ২১০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি- বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৬৬০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) ভর্তি হয়েছেন ১৫৮ জন, এর পরেই  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  ১১৩ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৮ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৮৫ জন, ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল কামরাঙ্গীর চরে ৮৩ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৬৮ জন, পুলিশ হাসপাতাল রাজারবাগে ৫১ এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়া দেশের অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৫৫০ জন।
অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৭ হাজার ২৯৫ জন। আর চলতি বছরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ হাজার ২৭ জন ডেঙ্গু রোগী।

Powered by