দেশজুড়ে

সিরাজগঞ্জে মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:২৮:২২ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জে মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন খেয়ে জিম নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মৃত শিশুর মা-সহ আরো চারজন।

সোমবার সন্ধ্যা ৬ টার দিকে বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জিম হোসেন বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামের কাইয়ুম উদ্দিনের মেয়ে। অসুস্থরা হলেন- মা পারভীন খাতুন, বোন রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজি মিথিলা।সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: ফয়সাল হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার সারাদিন রোজা রেখে ইফতারিতে ওরস্যালাইন ও ইস্পি পাউডার গুলিয়ে ইফতার করেন পারভিন খাতুন।

এসময় তার তিন সন্তান জিম, রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজি মিথিলা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে আসার পর জিম হোসেন নামের তিন বছরের শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও খবর

Sponsered content

Powered by