দেশজুড়ে

সীতাকুণ্ডের সোনাইছড়ি বেড়িঁবাধের কাজ পরিদর্শনে এমপি দিদার

  প্রতিনিধি ২৩ জুন ২০২০ , ৭:০৬:২০ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ডের সোনাইছড়ি বেড়িঁবাধের কাজ পরিদর্শনে এমপি দিদার

সীতাকুন্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন এর পাক্কা মসজিদ এলাকায় সাগরের বেড়িবাঁধ সংস্কার কাজের পরিদর্শন ও নবনির্মিত ২টি কালভার্ট এর উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। দীর্ঘ ১৪ বছর পর সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকায় ১৭ লক্ষ টাকা ব্যায়ে তিনশত মিটার বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

আজ মঙ্গলবার সকালে উক্ত কাজের পরিদর্শন করতে গিয়ে দিদাররুল আলম এমপি জেলে পাড়া এলাকায় দুইটি কালর্ভাটের উদ্ভোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিকী ভুইয়া, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ইদ্রিস, শ্রমিক নেতা মাহবুবুর রহমান, সমাজ সেবক দিদারুল ইসলাম মাহমুদ, ইউপি সদস্য মোঃ ফোরকান, জহুরুল আলম, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার রাশেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রকৌশলী আবু বকর সিদ্দিকী ভুইয়া বলেন, বেড়িবাঁধটি অস্থায়ীভাবে করা হচ্ছে সামনে বাজেট পাশ হলে স্থায়ীভাবে বেড়িবাঁধের কাজ পুনরায় করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by