দেশজুড়ে

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২০ , ৬:৫৫:৪৮ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে মঙ্গরবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে “দুর্যোগ ঝুকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত জুম মিটিং এর আলেচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত লিপিকা ঢালী, সহকারী কমিশনার ভুমি মুহাম্মদ আরাফাতুল আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। জুম এ্যাপস্ এর মাধ্যমে সভায় যুক্ত হন ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, গাজী জুনায়েদুর রহমান, বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক মোঃ কামাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সকল ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন নবনির্মিত দুর্যোগ সহনীয় গৃহ প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এ প্রকল্পের আওতায় অত্র উপজেলায় ২৪টি ঘর নির্মাণ করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by