স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২২ , ৬:২৫:৩২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে নতুন ১ হাজার ৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। এর আগে, একদিনে ৯২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আজ রবিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১৩ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫৮৯ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৪৪৫ জন। আর এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরর জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪৯২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ২ হাজার ২৮৬ জন, আর বাকি এক হাজার ২০৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩১ হাজার ৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২৭ হাজার ৪৫৮ জন। এছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ১১৩ জন।

আরও খবর

Sponsered content

Powered by