স্বাস্থ্য

ডেঙ্গুতে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীর মৃত্যু

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ৪:৪৬:০১ প্রিন্ট সংস্করণ

ডেঙ্গুতে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রী দীপান্বিতা বিশ্বাসের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক শোক বার্তায় এই তথ্য জানিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল হুদা লেলিন।

শোক বার্তায় তিনি বলেন, এতদ্বারা জানানো যাচ্ছে যে, এমবিবিএস ৫১তম ব্যাচের মেধাবী ছাত্রী দীপান্বিতা বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেছেন। তার অকাল মৃত্যুতে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত। তার আত্মার শান্তি কামনায় আগামী ২০ সেপ্টেম্বর (বুধবার) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এক শোক সভার আয়োজন করা হয়েছে।

জানা গেছে, দীপান্বিতা বিশ্বাস স্যার সলিমুল্লাহ মেডিকেলের এমবিবিএস ৫১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনায়। 

আরও খবর

Sponsered content

Powered by