রাজধানী

৫১ দিন পর উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর আইফোন, গ্রেপ্তার ৫

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২১ , ৪:৫৬:৫৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

৫১ দিন পর উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া ফোন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ধানমন্ডি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া মোবাইলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (১৯ জুলাই) এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সগির, মো. সুমন মিয়া, মো. জাকির, মো. হামিদ আহম্মেদ সোহাগ এবং মো. জীবন।

এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, বিভিন্ন মডেলের ১০টি ফোন, ১টি ল্যাপটপ ও মোবাইলের বিভিন্ন ভাঙা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

গত ৩০ মে রাজধানীতে পরিকল্পনামন্ত্রীর গাড়ি থেকে ফোনটি ছিনিয়ে নেওয়া হয়।

এর আগে, সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান ফোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগ পরিকল্পনা মন্ত্রীর আইফোন উদ্ধার করেছে।”

ছিনতাইয়ের ঘটনার দিন পরিকল্পনামন্ত্রী দপ্তর থেকে বাড়ি ফিরছিলেন।

গাড়িটি যখন বিজয় সারণির সিগন্যালে পৌঁছায় তখন তিনি ফোনে কথা বলছিলেন। গাড়ির জানালা খোলা ছিল। সে সময় এক ছিনতাইকারী টান দিয়ে ফোন নিয়ে যায়।

ঘটনার দিন রাতেই মামলা দায়ের করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by