দেশজুড়ে

ডিআইইউসাসের ১০ সাংবাদিক শিক্ষার্থী বহিষ্কার: নোবিপ্রবিতে মানববন্ধন

  প্রতিনিধি ২৭ মার্চ ২০২৪ , ৫:৪৫:১৯ প্রিন্ট সংস্করণ

ডিআইইউসাসের ১০ সাংবাদিক শিক্ষার্থী বহিষ্কার: নোবিপ্রবিতে মানববন্ধন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সাংবাদিক সমিতির কার্যক্রম বন্ধের নির্দেশ এবং ক্যাম্পাসে সাংবাদিকতা করার কারণে ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি)  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের  সামনে এ মানববন্ধনের আয়োজন করে নোবিপ্রবিতে কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসের, দপ্তর সম্পাদক আজহারুল হক মিজান, প্রচার সম্পাদক সুমন মিয়া প্রমুখ।

মানববন্ধনে ক্যাম্পাসে সাংবাদিকতা করার কারণে ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যদি ভেবে থাকে যে সাংবাদিকদের কণ্ঠরোধ করবে, সেটা হবে ভুল ধারণা। ডিআইইউ প্রশাসনের এমন হীন উদ্দেশ্য কখনও সফল হবে না।

অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ক্যাম্পাসে সুষ্ঠু ও নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ চালু করার দাবি জানান সাংবাদিক নেতারা। 

আরও খবর

Sponsered content

Powered by