আন্তর্জাতিক

মানুষের হাড়ের তৈরি মাদক সিয়েরালিওনে

  প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৪ , ৮:১৫:০৩ প্রিন্ট সংস্করণ

মানুষের হাড়ের তৈরি মাদক সিয়েরালিওনে
ছবি: সংগৃহীত

মানুষের হাড়ের তৈরি মাদক ছড়িয়ে পড়েছে সিয়েরালিওনে। পশ্চিম আফ্রিকার দেশটিতে ‘কুশ’ নামে মাদকটির প্রভাব বেশ প্রকোপ। অনেকেরই আসক্তি বাড়ছে এই মাদকে। ফলে সম্প্রতি জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছেন দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদ্দা বায়ো। তার মতে, এ মাদকটি একটি ‘মৃত্যুফাঁদ’। পাশাপাশি মানুষের মধ্যে এটি একটি ‘অস্তিত্বগত সংকট’ তৈরি করেছে। 

কুশের অন্যতম একটি উপাদান মানুষের হাড়। ফলে সিয়েরালিওনের অনেক কবরস্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে করে মাদকাসক্তরা কবর খুঁড়ে হাড় চুরি করতে না পারে। কুশ ব্যবহারে মাদকাসক্তদের হাত-পা ফুলে যায়। রাস্তায় রাস্তায় তাদের বসে থাকতে দেখা গেছে। এক মাদকাসক্ত জানায়, কুশের আসক্তি থেকে বের হয়ে আসা খুবই কঠিন।

সরকারিভাবে মৃত্যুর কোনো হিসাব না থাকলেও স্থানীয়ভাবে জানা গেছে, গত কয়েক মাসে শত শত কুশ ব্যবহারকারী মারা গেছেন অর্গান ফেইলিওরের কারণে। বিবিসি।

Powered by