খুলনা

মোরেলগঞ্জে ডিজিটাল  নিরাপত্তা  আইনে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সভা

  প্রতিনিধি ২৪ জুন ২০২৩ , ৮:৪৮:৪০ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জ  প্রতিনিধিঃ 

বগেরহাটের মোরেলগঞ্জে দৈনিক ভোরের কাগজ ও ডেইলি  এশিয়ান এইজ  প্রতিনিধি প্রভাষক এইচ এম জসিম উদ্দিনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলার অভিযোগ  দায়ের করেন  দৈনিক আমার বার্তা মোরেলগঞ্জ প্রতিনিধি এনায়েত করিম রাজীব।  

সন্ধ্যায় এই হয়রানিমূলক মামলার বিরুদ্ধে এক জরুরী প্রতিবাদ সভা করেছে মোরেলগঞ্জে উপজেলা প্রেসক্লাব।

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর সভাপতি দৈনিক  আমার সংবাদ ও দৈনিক প্রবাহ প্রতিনিধি   এইচ এম  শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক দৈনিক  ভোরের  দর্পণ  ও লোকসমাজ প্রতিনিধি  মোঃ  শামীম আহসান মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য দৈনিক খোলা কাগজ প্রতিনিধি  মোঃ আবু সালেহ, যুগ্ম সাধারণ  সম্পাদক দৈনিক যায়যায়দিন  প্রতিনিধি মোঃ  সাইফুজ্জামান রিপন, অর্থ সম্পাদক দৈনিক  আমাদের সময় প্রতিনিধি  কেম শহীদুল ইসলাম,  দৈনিক ইনকিলাব ও খুলনা টাইমস্ প্রতিনিধি  মেজবাহ ফাহাদ, দৈনিক  ভোরের  ডাক প্রতিনিধি  ও নির্বাহী সদস্য মোঃ এম এ জলিল, প্রচার সম্পাদক ও দৈনিক প্রভাত প্রতিনিধি  মোঃ রমিজ উদ্দিন,  দক্ষিণাঞ্চল প্রতিনিধি ও দপ্তর দম্পাদক শিব সজল যিশু ঢালী, সাংবাদিক গাজী  আলী হায়দার ছগীর, দৈনিক আশ্রয় প্রতিদিন  প্রতিনিধি  মোঃ নাজমুল তালুকদার সহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাগেরহাটের  মোরেলগঞ্জে  বিশিষ্ট  সাংবাদিক ও মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি প্রভাষক এইচ এম জসিম উদ্দিনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ট্রাইবুনাল,  খুলনায় গত ৬ জুন ২৫(১) ও ২৯ ধারায় একটি অভিযোগ দাখিল করেন সাংবাদিক এনায়েত  করীম রাজীব। বিজ্ঞ আদালত অভিযোগটি তদন্তের জন্য পিবিআই ,  বাগেরহাট  শাখার কাছে প্রেরণ করেন।  যা এখনো তদন্তধীন রয়েছে। 

 তদন্ত কার্যসম্পন্ন শেষ না হওয়া পর্যন্ত উক্ত অভিযুক্ত ব্যক্তি মোরেলগঞ্জ উপজেলার একটি স্বনামধন্য কলেজের প্রভাষক, বহুল প্রচারিত দৈনিক ভোরের কাগজ ও দৈনিক এশিয়ান এইচ এবং উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ এম জসিম উদ্দিন কে দোষী সাব্যস্ত করে তার ছবি ব্যবহার করে বিভিন্ন অনলাইন পটালে  মিথ্যা ও হয়রানি মূলক মামলার বিবরণ দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে যা কর্মস্থলে ও সামাজিক ভাবে মানহানিকর। 

তাই ক্লাবের সকল সদস্যরা উক্ত জসিমের বিরুদ্ধেই  ষড়যন্ত্রমূলক মামলার অভিযোগ করার জন্য তীব্র  নিন্দা  ও প্রতিবাদ জানান।

আরও খবর

Sponsered content

Powered by