প্রতিনিধি ১৮ মে ২০২৪ , ৮:০৩:৫৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ মামলায় ২৯ হাজার টাকা জরিমানা গুনেছে ছয় প্রতিষ্ঠান । শনিবার ( ১৮ মে) বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খাতুনগঞ্জের মশলা বাজারে সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ক্রয় বিক্রয়ের রশিদ প্রদর্শন করতে না পারা, নির্ধারিত দামের তুলনায় অধিক দামে মশলা ও পণ্য বিক্রয়, মূল্যতালিকা বিহীন মালামাল বিক্রয় ও মূল্যতালিকা হালনাগাদ না থাকা,পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মূল্য ও পরিমাণ না থাকায় ছয়টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।