খুলনা

কুষ্টিয়ায় বিট পুলিশিং কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২০ , ৬:৪২:৩৮ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া প্রতিনিধি : পুলিশি সেবাকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ‘বিট পুলিশিং’ কার্যক্রমের উদ্যোগ গ্রহন করেন। তারই অংশ হিসেবে কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে বিট পুলিশিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে কুষ্টিয়া পুলিশ লাইন্স মুক্তমঞ্চে এই বিট পুলিশিং কর্মশালার বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। কর্মশালায় বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশের সেবাকে জনগণের নিকট পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক এক বা একাধিক ইউনিটে ভাগ করে পরিচালিত করার কার্যক্রম পুলিশ সদস্যদের মাঝে উপস্থাপন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সদর সার্কেল মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস.এম.আল-বেরুনীসহ সকল থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by