দেশজুড়ে

ফুলপুরে এক হাজার পিস ইয়াবাসহ আটক ১

  প্রতিনিধি ২৩ মে ২০২৪ , ৩:৩৪:১২ প্রিন্ট সংস্করণ

ফুলপুরে এক হাজার পিস ইয়াবাসহ আটক ১

ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক আসামিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) রাত ৩টা ৫০ মিনিটে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এর দিকনির্দেশনায় থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. রবিউল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ২নং রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর বাজারস্থ জনৈক সুজনের সেলুনের সামনে পাকা রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে রামভদ্রপুর নয়াপাড়া এলাকার মৃত নবী হোসেন কারীর ছেলে আমিনুল ইসলাম (৩২) কে আটক করে আসামীর দেহ তল্লাশি চালিয়ে ৫টি নীল রঙের বায়ুরোধক জিপার (পলিকাগজ) এর ভিতর বিশেষ কায়দায় রক্ষিত এক হাজার পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট যাহার বাজার মূল্য তিন লক্ষ টাকা উদ্ধার করে।।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক আসামিকে বৃহস্পতিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content