রংপুর

বিরামপুরে উন্মুক্ত লটারীতে কৃষক নির্বাচন

  প্রতিনিধি ৭ মে ২০২১ , ৭:১৮:০৫ প্রিন্ট সংস্করণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে বোরো ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। উপজেলা কনফারেন্স হল রুমে এ উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক।

উন্মুক্ত লটারীর মাধ্যমে উপজেলার ৭টি ইউনিয়ান ও একটি পৌর সভায় দুই হাজার এক শত ৬১ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে । এই কৃষক নির্বাচন লটারীতে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চরকাই খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, ওসি মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা কাওছার আলী, উপজেলা আওয়ামলিীগের সহ-সভাপতি নাড়– গোপাল কুন্ডু, প্রেসক্লাবের সভাপতি শাহীনুর আলম ,সাধারণ সম্পাদক মশিহুর রহমান, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সভাপতি আকরাম হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by