প্রতিনিধি ২৮ মে ২০২৪ , ৭:৪৬:০৫ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জে জেলা পর্যায়ে মানবাধিকার কার্যক্রম শক্তিশালী করণের লক্ষ্যে ত্রৈ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন (এমএসএফ) ও নিড এর সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে সিরাজগঞ্জ জেলা জজ আদালতের শহীদ সোহেল আহমেদ-জগন্নাথ পাড়ে স্মৃতি সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এম আলী আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: রাশেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ সিরাজগঞ্জের বিচারক শেখ মো: নাসিরুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ সিরাজগঞ্জের বিচারক বেগম সালমা খাতুন।
অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি কায়সার আহমেদ লিটন,সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ জিও,এনজিও ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।