চট্টগ্রাম

চট্টগ্রামে আরও ১০০ জনের ডেঙ্গু শনাক্ত

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ৭:২৮:৩৭ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে আরও ১০০ জনের ডেঙ্গু শনাক্ত

চট্টগ্রামে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এদিন ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০০ জন। এতে করে জেলায় এ বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৫১ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬৩ জন।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ৩১৩ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২৪ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩২ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৫৭ জন ভর্তি রয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ১৩৮ জন।

আরও খবর

Sponsered content

Powered by