দেশজুড়ে

কাইডস্ ইয়ুথ ভলান্টিয়ারদের নৈতিক শিক্ষা বিষয়ে অরিয়েন্টেশন সম্পন্ন  

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২৪ , ৭:৫৭:১৯ প্রিন্ট সংস্করণ

কাইডস্ ইয়ুথ ভলান্টিয়ারদের নৈতিক শিক্ষা বিষয়ে অরিয়েন্টেশন সম্পন্ন

জুনিয়র ইয়ুথ  এম্পাওয়ারমেন্ট সিরিজ ৩ ” বিশ্বাসের  নিশ্চয়তা” শীর্ষক  মোরাল ষ্টাডি সার্কেল কোর্স শুর  হয়েছে। 

১৬ জুলাই  (মঙ্গবার) সকাল ১০ টায়  সংযোগ যুব গণ পাঠাগার আর্কাইভে কাইডস্ যুব স্বেচ্ছাসেবীদের জুনিয়র ইয়ুথ  এম্পাওয়ারমেন্ট সিরিজ ৩ এর মডিউল ”  বিশ্বাসের  নিশ্চয়তা ” স্টাডি সার্কেল  কোর্স উদ্ধোধনী কোর্স গ্রহণ  অনুষ্ঠানে  অতিথি ছিলেন দৈনিক আউচ সংবাদ  নিউজ পোর্টালের সম্পাদক  মো. আব্বাস উদ্দিন।  এতে রিসোর্স পার্সন ছিলেন  উন্নয়ন বিশেষজ্ঞ  মো. নূরে আলম। 

অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবীর গণ গ্রন্হাগার এর  গ্রন্থাগারিক মো. তাজুল ইসলাম রিপন। সংযোগ  যুব গণ পাঠাগার ও আর্কাইভস্ এর কোষাধ্যক্ষ প্রকৌশলী  মো. গোলাপ মিয়া। 

যুব সংগঠন এর উদ্যোক্তা ও পাঠাগার সমন্বয়কারী শাহ সারওয়ার জাহান এতে স্বাগত বক্তব্য  রাখেন। 

আরও খবর

Sponsered content