ঢাকা

গোপালগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে -২০২২ পালিত

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২২ , ৭:৩০:৪২ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” – এ শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

এ লক্ষে আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্সের সেডে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান সহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম।

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি ঢাকা খুলনা মহাসড়কের পুলিশ লাইন্স মোড় ঘুরে পুনরায় একই স্থানে ফিরে শেষ হয়।

এরপর বেলা ১১টায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কমিউনিটি পুলিশিং কি এবং কেন? এ বিষয় নিয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) নিহাদ আদনান তাইয়ান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল, পুলিশ সুপার (সিআইডি) মো. মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খানম, মুকসুদপুর থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. রবিউল আলম সিকদার, গোপালগঞ্জ সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি সহ কমিউনিটি পুলিশিংয়ের সাথে সম্পৃক্ত অনেকে।

সততা ও নিষ্ঠার সাথে কমিউনিটি পুলিশিং এর দায়িত্ব যথাযথভাবে পালন করায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে নির্বাচিতদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

উল্লেখ্য, কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এ শ্লোগানকে ধারণ করে প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার এ দিনটি পালন করা হয়ে থাকে।

আরও খবর

Sponsered content

Powered by