চট্টগ্রাম

রায়পুরে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে

  প্রতিনিধি ৯ মে ২০২৩ , ৭:৪৯:২৭ প্রিন্ট সংস্করণ

সুদেব কুরী, রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি:

প্রচন্ড দাবদাহে ল²ীপুরের রায়পুরে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। উপজেলা হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৫০০ রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের অধিকাংশই ঠান্ডা, কাশ, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত। গত এক সপ্তাহে ১৫ জন ডায়রিয়া ও ২০ জন নিউমোনিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তিরতদের অধিকাংশই কম বয়সের শিশু ও বৃদ্ধ।

হাসপাতালে ভর্তি হওয়া ডায়রিয়া আক্রান্তরা হলেন- উপজেলার গাইয়ার চর গ্রামের আনাস (১৭ মাস); দেনায়েতপুর গ্রামের রিয়াজ হোসেন (২৬), রহিমা বেগম (৮০), সুমন সাহা (৪৫), সুমন (৩৫); চরল²ী গ্রামের জোসনা বেগম (৩০), ঝর্ণা বেগম (৩২); সোনাপুর গ্রামের কালাম হোসেন (৭০); দেবীপুর গ্রামের শাহ আলম (৭৫), আরাফ (১৫ মাস); চরপাতা গ্রামের উম্মে হানি (১০) ও সাইচা গ্রামের পপি বেগম (২২)।

নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীনরা হলো- কেরোয়া গ্রামের আব্দুল্লাহ (৩); চরবংশী গ্রামের নুসাইবা (১৪ মাস), নোমান (১); রাখালিয়া গ্রামের জামাল (৭ মাস), শাবিব (২৭ দিন); চরবিকন্স গ্রামের রাবেয়া (১১ মাস); উদমারা গ্রামের নাদিম (২৮ মাস); চরল²ী গ্রামের সায়মা (৩ মাস); চরমোহনা গ্রামের জোবায়েদ (৩ মাস), মুনতাহা (৪), রিশান (৪), ইয়াসিন (১), আব্দুল্লাহ (৮মাস); সোনাপুর গ্রামের আব্দুর রহমান (৪) ও চরপক্ষী গ্রামের উষা (৫)।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ইয়াসিন মাহমুদ বলেন, ‘দাবদাহের কারণে ঠান্ডাজনিত রোগ ও ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিন গড়ে ৫ জনের অধিক রোগী জ্বর, ঠান্ডা ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এছাড়াও বহির্বিভাগে চিকিৎসা নিয়ে বাড়ি যাচ্ছেন অনেকে।’

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, ‘গরমের কারণে বাচ্চাদের শরীর ঘেমে ভিজে গিয়ে তাদের ঠান্ডা লেগে যায়। গরমের তীব্রতা বাড়ায় নিউমোনিয়া আক্রান্ত হওয়ার হার বাড়ছে। গরম কমে গেলে এটিও কমে যাবে বলে আশা করছি। এছাড়াও গরমে খাওয়া-দাওয়ায় সতর্কতা ও পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে ডায়রিয়া হচ্ছে। তবে এ নিয়ে আতঙ্কের কিছু নেই। গরম কমলে আশা করছি পরিস্থিতি ঠিক হয়ে যাবে।’

 

আরও খবর

Sponsered content

Powered by