প্রতিনিধি ১৬ জুলাই ২০২৪ , ৮:০১:১৫ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায়, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর সাথে উপজেলার সকল চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৬ই জুলাই (মঙ্গলবার) বেলা ১১টায় বিজয়নগর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান।
উক্ত মতবিনিময় সভার প্রাধান্য বিষয় ছিল, সার্বজনীন পেনশন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী, জন সচেতনতা, বাল্যবিবাহ, মাদক নির্মূল।