বরিশাল

জোয়ারে তলিয়ে গেছে ভোলার ইলিশা ঘাট, ফেরি চলাচল বন্ধ

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২২ , ৮:২৭:৩০ প্রিন্ট সংস্করণ

নিয়াজ মাহমুদ জয়, ভোলা প্রতিনিধি:

ভোলা: জোয়ারে ভোলার ইলিশা ফেরিঘাট তলিয়ে গেছে। ফলে ভোলা-লক্ষ্মীপুর রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। বুধবার (১০ আগস্ট) দুপুর ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ঘাট তলিয়ে যাওয়ায় ফেরি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

অপেক্ষাকৃত নিচু স্থানে ঘাট নির্মাণের কারণে এ অবস্থারর সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করছেন যাত্রী ও শ্রমিকরা। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয়পাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ভোলার সঙ্গে দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের সহজ মাধ্যম ভোলা- লক্ষ্মীপুর। এ রুটে চারটি ফেরি চলাচল করছে। মঙ্গল ও বুধবার মেঘনার পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় ঘাট তলিয়ে গেছে। বুধবার মেঘনার পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়।

ট্রাক চালকরা জানান, ঘণ্টার পর ঘণ্টা ঘাটে বসে থেকেও গন্তব্যে যেতে পারছেন না তারা। কখন যেতে পারবেন তাও জানা নেই তাদের।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মেরিন অফিসার মো. আল-আমিন বলেন, ঘাটটি তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তাছাড়া অতি জোয়ারে ঘাটের রেম সরে গেছে। বিষয়টি বিআইডব্লিটিএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ব্যাপারে বিআইডব্লটিএ’র সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, জোয়ারে পানি নেমে গেলে ঘাটটি মেরামত করা হবে।

 

আরও খবর

Sponsered content

Powered by