প্রতিনিধি ২২ আগস্ট ২০২৪ , ৪:০২:৫৩ প্রিন্ট সংস্করণ
“সার, সেচ ও যত্ন তিনে মিলে রত্ন, আলুর সাথে আখের চাষ অধিক ফলনের পূর্বাভাষ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের উদ্যোগে আখ চাষীদের নিয়ে খামার দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলস্ কৃষি বিভাগের আয়োজনে নরেন্দ্রপুর খামার প্রাঙ্গণে খামার দিবসটি পালিত হয়।
এসময় নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ ডিজিএম (সম্প্রসারণ) কাওছার আলী সরকার, ডিজিএম (সিপি) গোলাম রব্বানি, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু প্রমুখ।