দেশজুড়ে

স্বৈরাচারের দোসরদের উপাচার্য হিসেবে দেখতে চায় না শিক্ষার্থীরা 

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৪৭:৩৭ প্রিন্ট সংস্করণ

স্বৈরাচারের দোসরদের উপাচার্য হিসেবে দেখতে চায় না শিক্ষার্থীরা 

স্বৈরাচারের দোসরদের উপাচার্য হিসেবে দেখতে চায় না জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা । ০১ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন তারা। সেইসাথে আগামী তিন দিনের মধ্যে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য উপদেষ্টা পরিষদের প্রতি আহ্বান জানানো হয় । 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষার্থীবান্ধব উপাচার্য চাই । যারা শিক্ষার্থীদের উপর গণহত্যা চালানোর সময় মুখে কুলুপ এটে বসে ছিলেন তারা স্বৈরাচারের দালাল । গত ৫ আগস্টের পূর্বে যে শিক্ষকরা বৈষম্য বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন আমরা তাদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগের আহ্বান জানাচ্ছি ।

এদিকে, উপাচার্য নিয়োগের আন্দোলন নিয়ে একাধিক ভাগে বিভক্ত হয়ে পড়েছে শিক্ষার্থীরা । ‘দলনিরপেক্ষ’ উপাচার্য নিয়োগের দাবিতে দুপুর ১:৩০ ঘটিকায় মানববন্ধন করেন শিক্ষার্থীদের আরেকটি অংশ ।  তারা দল নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগের দাবি করেন । 

তবে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. রাজু শেখ জানিয়েছেন যে, দলনিরপেক্ষতা মুখ্য বিষয় নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন সর্বমহলে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে , তেমনি আমাদের বিশ্ববিদ্যালয়েও একজন শিক্ষার্থীবান্ধব ও নির্ভরযোগ্য উপাচার্য নিয়োগ হচ্ছে কিনা সেদিকেই ফোকাস করা উচিত । দলনিরপেক্ষতার নামে স্বৈরাচারের কোন দালালকে আমরা মেনে নেব না । 

প্রসঙ্গত, গত ১৪ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন উপাচার্য সৌমিত্র শেখর । এরপর থেকেই উপাচার্যহীন রয়েছে বিশ্ববিদ্যালয়টি । প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে ঝুলছে তালা । কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত অফিসে আসছেন না । ফলে আটকে আছে সেমিস্টার পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ।