দেশজুড়ে

মোরেলগঞ্জে জমি দখল করে গাছ কর্তনের অভিযোগ

  প্রতিনিধি ৩ মে ২০২০ , ৬:২১:০৮ প্রিন্ট সংস্করণ

শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ : বাগেরহাট জেলার মোরেলগঞ্জে উপজেলায় করোনার মধ্যে জোর জবরানে বাড়ী জমি দখল নেয়া ফলদ বনজ সহ বহু গাছ কর্তন করার অভিযোগ উঠেছে বর্তমান ইউপি মেম্বর রুস্তম খানের উপর

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কিচমত জামুয়া গ্রামের মৃত্যু মোনতাজ উদ্দিন শেখ এর চার পুত্র আব্দুল ছাত্তার, : হায়দার, মো: সেকেন্দার আলী, মো: আবুল হোসেন এবং দুই কন্যা মোসা: হালিমা বেগম রহিমা বেগম এর পৈত্রীক সূত্রে প্রাপ্ত ৮৪নং কিসমত জামুয়া মৌজার ৮৪নং খতিয়ানের এস, ২৯৬,২৯৭,২৯৮,২৮৮,২৪৫,৩১১ নং দাগের  মধ্যে থেকে ২৯৬ দাগে ১৭ শতক আলমগীরগন এবং ২৯৭ দাগের জমির মধ্যে থেকে দুই ভাই, দুই বোনের প্রাপ্ত অংশ  থেকে ২১ শতক জমি মৃত: কাশেম আলীর পুত্র হারুন আর রশিদ বসতবাড়ী ২০/২৫ বছর পূর্বে ক্রয় করে ভোগ দখল করে আসছে এস, সি এস খতিয়ানে তাদের নাম রহিয়াছে কিন্তু বিরোধী পক্ষ বিলান দেখিয়ে বি এস রেকর্ডে তাদের নামে নিয়ে মালিকানা দাবি করেন

বর্তমান ইউপি মেম্বর রুস্তুম আলী খান তার ভাই এছাহাগ আলী খান ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার জোর পূর্বক তাদের বসত বাড়ীর আঙ্গিলা ফলের গাছ বনজ গাছ সহ বিভিন্ন প্রকার গাছ কর্তন করেন অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং প্রকাশ্যে জীবন নাশের ভয়ভীতি হুমকী ধামকী দেয় ধরিয়া নিয়া হাত পাঁ পঙ্গু করে দিবে, মিথ্যা মামলায় জড়িয়ে দিবে বলে ভয়ভীতি প্রদর্শন করে  আলমগীর শেখ এর বোন খাদিজা বেগম বাঁধা দিলে তাকে মারধর করে এবং তল পেটে লাথি মারে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উক্ত জমাজমি নিয়ে বাগেরহাট আদালতে মামলা চলমান আছে যার নম্বর৮৮/২০১৫

ব্যাপারে ইউপি সদস্য রুস্তম আলী খান বলেন, আমি কারো জমি দখল করিনি আমি আমার জমির গাছ কেটেছি ওই জমিতে আমি একটি ফার্ম করব অন্য কাজে ব্যবহার করব

ব্যাপারে ইউনিয়ার চেয়ারম্যান মো: শাহজাহান আলী খান বলেন, করোনার মধ্যে রুস্তুমের লোকজন একাত্র করে জমি দখল নেয়া এবং গাছ পালা কর্তন করা মোটেও ঠিক হয়নি কাজটি পরেও করতে পারত রুস্তম জায়গা পাবে তবে ওই বাড়ীর জমির পরিবর্তে বিলান থেকে অন্য জমি ভোগ দখল করত

ব্যাপারে মোরেলগঞ্জ থানার অফিসার্স ইন চার্জ কে এম আজিজুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি সাথে সাথে ঘটনা স্থালে পুলিশ পাঠিয়েছি তদন্ত পূর্বক আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে

আরও খবর

Sponsered content

Powered by