প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৪ , ৮:১৫:৪৮ প্রিন্ট সংস্করণ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়েজ আহমেদকে মিথ্যা মামলা ও বহিষ্কার করে ছাত্রজীবন ধ্বংসকারীদের বিচার ও ক্ষতিপূরণ এবং ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক নাজমুস সাকিবের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) রেজিস্ট্রার ( চলতি দায়িত্ব) তামজিদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ফলিত গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ ল হানিফকে আহবায়ক এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবিদুর রহমানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ফার্মেসী বিভাগের শিক্ষক অধ্যাপক ড. লতিফা বুলবুল, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. ভক্ত সুপ্রতীম বিশ্বাস ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. খন্দকার আশরাফুল ইসলাম।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটির তালিকা পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে আমরা সবাই বসে তদন্ত কার্যক্রম শুরু করবো।