প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৫৮:১৯ প্রিন্ট সংস্করণ
বিশ্ব মানবতার মুক্তির দুত মহানবী রাসুলুল্লাহ সল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম ধরনীর বুকে শুভাগমন ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন উপলক্ষে মোরেলগঞ্জ পুরাতন জামে মসজিদ এর মুসুল্লিবৃন্দদের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহে রবিউল আউয়াল মাসের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন উপলক্ষে স্থানীয় বারইখালী ১নং ওয়ার্ড পৌরসভার পুরাতন থানা মেইনরোড়ে হষরত মাওলানা মো. হারুনুর রশিদ খতিব আবদুল আজিজ মেমোরিয়াল জামে মসজিদ এর সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ ও সমাজ সেবক জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন মুফতি হাফেজ মাওলানা মো.মাসুদুর রহমান জাহেদী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন, মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোঃ শাহাদাত হোসাইন,,জামায়াতে ইসলামী পৌর আমীর রফিকুল ইসলাম অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস,সালাম,অধ্যাপক জসিম উদ্দিন শাহীন প্রমূখ।
বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)এর জীবন আকিদা সম্পর্কে আলোচনা,দরুদ,সালাম মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করেন ৷ এসময় উপস্থিতি ছিলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইসলামি তাওহিদী মুসলিম জনতা।