দেশজুড়ে

শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘরবাড়ি নির্মাণের অভিযোগ

  প্রতিনিধি ১২ মে ২০২০ , ৬:২৫:৩৩ প্রিন্ট সংস্করণ

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে বৃহস্প্রতিবার ( মে) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ঢাকাময়মনসিংহ মহাসড়কের পাশে মুলাইদ গ্রামের সিরাজ সাইকেল ইন্ডাষ্টিজ এর দক্ষিনে পাশে ঘটনা ঘটে মুলাইদ এলাকার ব্যবসায়ী মৃত মিয়া চাঁন আলীর ছেলে মোস্তফা গত বুধবার দুপুরে ৫জন কে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে

শ্রীপুর থানার এসআই নয়ন ভুঁইয়া ঘটনাস্থল পরির্দশন করে বিবাদীদের বসতবাড়ি নির্মাণের নিষেধ দিলে পুনরায় বিরোধপূর্ণ জমিতে বসতবাড়ি নির্মাণ কাজ দ্রু চালিয়ে যাচ্ছে বলে দাবী করছেন মোস্তফা  অভিযুক্তারা হলো একই এলাকার সুলতান উদ্দিন (৬৫),আজিজুল ইসলাম (৪৫),আলী হোসেন (৬৬),মাসুদ মিয়া (৩৫) র্মোশেদুল ইসলাম (৩২)সহ অজ্ঞাত আরো /৫জন

থানার দায়ের করা অভিযোগ মোস্তফা বলেন,আমি পৈত্রিক সূত্রে ৩৫ শতাংশ জমি মালিক হইয়া ভোগ দখলে থাকা অবস্থায় র্দীঘদিন ধরে বিভিন্ন বিষয়াধী নিয়ে আমাদের সাথে অহেতুক পারিবারিক বিরোধ সৃষ্টি করে আসছে তারই ধারাবাহিকতায় আমার প্রতিপক্ষ আজিজুল গং লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দা,লাঠিসোঠা নিয়ে আমার বিরোধপূর্ণ জমিতে ঘর বাড়ি নির্মাণ শুরু করছে আমি বাঁধা দেয়ায় আমাকে মারধর প্রাণনাশের হুমকি দিচ্ছে

আমার প্রতিপক্ষ সুলতান উদ্দিন বাদী হয়ে বিজ্ঞ সহকারি ২য় আদালত গাজীপুরে মামলা দায়ের করে বিজ্ঞ আদালত উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে নালিশি জমিতে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করে কিন্তু সেই আদালতের নির্দেশ অমান্য করে জমিতে ঘর বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে

অভিযুক্ত আজিজুল ইসলাম বলেন,তার সাথে আমার জমি নিয়ে কোন বিরোধ নেই,অহেতুক আমাকে হয়রানী করছে আমার জমিতে আগেই একটি টিনের ঘর ছিল তুফানে ঘরটি ভেঙ্গে যাওয়ায় পুনরায় ঘরটি নির্মাণ কাজ করছি আদালতের নিষেধাজ্ঞা বিষয়ে জানতে চাইলে তিনি প্রশ্নটি এড়িয়ে অন্য প্রসঙ্গে চলে যান

শ্রীপুর থানার (ওসি) লিয়াকত আলী বলেন জমি সংক্রান্তের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে আদালতের নিষেধাজ্ঞা বলবৎ আছে কিনা পর্যালোচনা করে দেখা হবে

আরও খবর

Sponsered content

Powered by