দেশজুড়ে

বাগেরহাটে জমি নিয়ে দ্বন্দ্বে মামার হাতে ভাগ্নে খুন

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৪ , ৬:২১:২১ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে জমি নিয়ে দ্বন্দ্বে মামার হাতে ভাগ্নে খুন

বাগেরহাটে জমি নিয়ে বিরোধের জেরে আপন মামা বিএনপি নেতা আব্দুর রবসহ তার লোকজনের হামলায় নিহত হয়েছেন ভাগ্নে পলাশ শেখ (৩৬)।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার ফতেপুর বাজারে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে খবর পেয়ে পুলিশ পলাশকে উদ্ধার করে কচুয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের মরদেহ ময়না তদন্ত বুধবার (৩০ অক্টোবর) বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে সম্পন্ন হয়েছে।

নিহত পলাশ শেখ কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের আফজাল শেখের ছেলে। নিহতের স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

আরও খবর

Sponsered content