খুলনা

মহেশপুরে মাদক ও এ্যাবুলেন্সসহ আটক ৩

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২০ , ৮:০৮:২৮ প্রিন্ট সংস্করণ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে যশোর পঙ্গু হাসপাতালের এ্যাবুলেন্সে করে ফেন্সিডিল ও গাজার একটি চালান নিয়ে যাওয়ার সময় থানা পুলিশ গত সোমবার রাতে আটক করেছে। পুলিশ এ্যাবুলেন্সের ভিতর থেকে ২২৪ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাজা উদ্ধার করেছে। এসময় পুলিশ ইমরান হোসেন (২৫), সাগর হোসেন (২৬) ও রুবেল হোসেন (২৭) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, একটি এ্যাবুলেন্সে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানার এস আই আব্দুল জলিল, এএসআই রওশন আলী ও এএসআই সজল কুমার মহেশপুর পোষ্ট অফিস মোড় থেকে ঢাকা মেট্রো ছ-৭১-২৮১৪ নম্বরের একটি যশোর পঙ্গু হাসপাতালের এ্যাবুলেন্স তল্লাসী করে ২২৪ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাজা উদ্ধার করে। এসময় যশোর সদর উপজেলার সাতমাইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে রুবেল,চাচড়ার কওছার আলীর ছেলে সাগর ও নিউমার্কেট এলাকার শহিদুল ইসলামের ছেলে ইমরান হোসেনকে আটক করে। এসময় অবৈধ মাদক পাচারে ব্যবহারিত যশোর পঙ্গু হাসপাতালের এ্যাবুলেন্সটি আটক করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতেই মহেশপুর থানায় মামলা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by