প্রতিনিধি ২ নভেম্বর ২০২৪ , ৩:৪০:১৫ প্রিন্ট সংস্করণ
“সমবায়ে গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগানের প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বোয়ালমারীতে সমবায়ের ৫৩ তম দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে পতাকা উত্তোলন, র্যালী, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ আফজাল হোসেন এর সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেজর আল ইমরান আব্দুল্লাহ, উপজেলা মৎস কর্মকর্তা মো. জসিম উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক হোসেন, জামায়াতের আমীর সৈয়দ মো. নিয়ামুল হাসান, সাতৈর বণিক সমিতির সভাপতি খন্দকার নাজিরুল ইসলাম, উপজেলা শিক্ষক কর্মচারী কো অপা: ক্রেডিট লিমিটেডের সভাপতি মো.কামাল হোসেন,
আশার আলো সমবায় কমিতির সভাপতি সবুর শেখ প্রমুখ। আলোচনা শেষে সমবায় সমিতির তিনটি প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্ব অধিকার করায় তাদের সম্মাননা স্মারক ক্রেস্ট পুরস্কৃত করা হয়।