দেশজুড়ে

সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২২ , ৫:০৩:৩৮ প্রিন্ট সংস্করণ

কামরুল ইসলাম. সীতাকুণ্ড (চট্টগ্রাম):
চট্টগ্রামের সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট(সেট) বোর্ড অব ট্রাস্টিজ এর উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা তিনটা থেকে সীতাকুণ্ড ডায়াবেটিস এন্ড জেনারেল হসপিটালে রোটারী ক্লাব অব চিটাগাং এর সহযোগিতায় নাক-কান-গলা, গাইনী, চক্ষু, মেডিসিন, অর্থোপেডিকসহ বিভিন্ন বিষয়ে শতাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। সবাইকে চিকিৎসা দিতে বিভিন্ন হাসপাতালের সুনামধন্য ৫জন প্রফেসর নিয়োজিত ছিলেন।

শিশু ও কিশোর সার্জন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ আকবর হুছাইন ভূঁইয়া, গাইনি বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ শাহানারা চৌধুরী, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা.মো.বদরুদৌজা, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ তনুজা তানজিন এবং কান, গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডাঃ মোঃ কামাল উদ্দিন। সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট(সেট) বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান হাজ্বি মোঃ ইউছুফ শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ক্যাম্প উদ্বোধন করেন ট্যুরিস পুলিশের এডিশনাল ডিআইজি মোঃ মুসলিম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাস্টার আবুল কাসেম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সাবেক মহানগর পিপি এড.ফখরুদ্দীন চৌধুরী, মোঃ খোরশেদ আলম, প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by