প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৪ , ৫:০৯:৪৬ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ঢাকা সুপ্রিম কোটে কর্মরত এক আইনজীবির বসতবাড়িতে সোমবার দিবাগত রাত ২টার দিকে জানাল ভেঙ্গে ঘরে ঢুকে ৪ জনকে হাত পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
“পেশাদার ডাকাত নয়, বলে নিজেকে দাবি করে ডাকাতি শেষে হাত পা ধরে আইনজীবির বৃদ্ধ মাতা লিপি বেগমের নিকট ক্ষমা চেয়ে যায় এ চক্রটি”। মঙ্গলবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশ করেছে।
জানাগেছে, মোরেলগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড সরালিয়া গ্রামের বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাড. মোস্তাফিজুর রহমান জিকুর বাস ভবনের পিছনের জানালে কেটে গৃহে ঢুকে ৬ জন মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে গৃহ মালিকের বৃদ্ধ মাতা বৃদ্ধ মাতা লিপি বেগম, বোন ও তার দুই ছেলে স্কুল শিক্ষার্থীকে হাত পা বেঁধে ফেলে ৫ টি আলমীরা ভেঙ্গে ৭ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকা দুর্বৃত্ত ডাকাত দল হাতিয়ে নেয়। ডাকাত দল ওই বাড়িতে প্রায় ২ ঘন্টা ধরে তান্ডব চালিয়ে মালামাল তছনছ করে। পরে তারা ফজরের আজান হলে সকলের হাত পা খুলে দিয়ে চলে যায়। এর ২দিন পূর্বে পৌর শহরের ৭নং ওয়ার্ড আদর্শ পাড়ায় ২ বাড়িতে মা মেয়েকে হাত পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে।
এ নিয়ে গত ২ সপ্তাহ ধরে উপজেলার জিউধরা, বলইবুনিয়ার কালিকাবাড়ি, পৌর শহরের আর্দশপাড়া, কেজি স্কুল রোড, ১০ বাড়িতে ডাকাতি ও চুরি সংঘটিত হয়। বাদ যায়নি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানেও হানা দিয়ে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এ নিয়ে পাড়া মহল্লায় সর্বত্রই আতংক বিরাজ করছে। এ পর্যন্ত কোন ঘটনারই ক্লু-উদঘাটন করতে পারেনি পুলিশ। এ নিয়ে আইন শৃংখলা অবনতির বিষয়ে জনমনে প্রশ্ন দেখা গিয়েছে ?।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা (ওসি) তদন্ত শওকত হোসেন বলেন, পৌর শহরে রাতে এক বাড়িতে মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক অপরাধীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।