প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৪ , ৬:৩৬:২৩ প্রিন্ট সংস্করণ
শেরপুরের নালিতাবাড়ীতে হতদরিদ্র মানুষদের শীতবস্ত্রের চাহিদা মেটাতে স্থাপন হলো মানবতার সিঁড়ি। রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক “মানবতার সিঁড়ি” স্থাপন কার্যক্রমের উদ্ভোদন করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারের শীতেও ভিন্নধর্মী এ আয়োজন করে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। এবারের মানবতার সিঁড়ি স্থাপন করা হয়েছে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখে। ফিতা কেটে এ কার্যক্রমের উদ্ভোদন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নালিতাবাড়ীর টিএইচও জনাব তৌফিক আহমেদ মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী পৌরসভার সম্মানিত পৌরনির্বাহী কর্মকর্তা জনাব কামরুল হক, দেশ টিভির জেলা প্রতিনিধি জনাব মুজাহিদুল ইসলাম উজ্জ্বল , নালিতাবাড়ী পৌরসভায় কর্মরত জমিরউদ্দীন, শাহীন ডায়াগনোস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এস.আই সোহাগ, জলি ডায়াগনোস্টিক সেন্টারের পরিচালক কামরুন্নাহার জলি। এছাড়াও জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের সাবেক সভাপতি এবং কো-চেয়ারম্যান জোবায়ের আহমেদ জয়, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক তাজবীর হাসান সিফাত, সাংগঠনিক সম্পাদক সায়মা খাতুন সহ সকল সদস্য উপস্থিত ছিলেন। এ সময় মানবতার সিঁড়ি প্রসঙ্গে সংগঠনের বর্তমান প্রচার সম্পাদক নাইমুর হাসান রিফাত বলেন, বন্যার পরবর্তীতে নালিতাবাড়ীর জনসাধারণের আর্থিক অবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
এবছর শীতের শুরুতেই শীত মোটামুটি ভালোই অনুভুত হচ্ছে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে জীবনযাপন করছে। অসহায় মানুষদের জন্য কিছু করার প্রচেষ্টা অতীতেও করেছি, আগামীতেও করবো। সেই প্রচেষ্টা থেকেই এবার শীতের শুরুতেই মানবতার সিঁড়ি স্থাপন করা হলো। আপনার অপ্রয়োজনীয় কাপড়/শীতবস্ত্র “মানবতার সিঁড়ি” তে রেখে যান। অসহায় মানুষেরা তার চাহিদা অনুযায়ী কাপড়/শীতবস্ত্র সংগ্রহ করবে।