রংপুর

আটোয়ারীতে মানবাধিকার সপ্তাহ উদযাপন

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২০ , ৪:৫১:৫১ প্রিন্ট সংস্করণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারীতে মানব কল্যাণ পরিষদ (এমকেপি) এর উদ্যোগে এবং আটোয়ারী প্রসপেক্ট প্রকল্পের বাস্তবায়নে মানবাধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী উ্পজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে মানবাধিকারের উপর রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে মানব কল্যাণ পরিষদ (এমকেপি) উপজেলা কার্যালয় চত্বরে মানবাধিকার সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপতি মো. নাজিম কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় স্লোগান ও মানবাধিকারের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মোছা. লুৎফা বেগম।

ফিল্ড অফিসার প্রদীপ কুমার বর্মনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহীদুল জব্বর শাহীন। মানব কল্যাণ পরিষদের কার্যক্রম ও মানবাধিকার সপ্তাহ পালনের গরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন আটোয়ারী প্রকল্প অফিসের এলাকা ব্যবস্থাপক মো. মঞ্জুরুল তারিক, এমকেপি প্রতিনিধি রাশেদুল আলম।

আরও খবর

Sponsered content

Powered by