প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৫ , ৪:২৬:০৭ প্রিন্ট সংস্করণ
বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র প্রতিনিধি আসিফ ইকবালের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও হুমকির ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বান্দরবানের ছাত্র প্রতিনিধি আসিফ ইকবাল।
এদিকে আসিফ ইকবালের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে বান্দরবান সদর থানায় সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ পারভেজ।
তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে “বান্দরবানের ফাটা কেস্ট”,” দালাল ছাটাই” নামের আইডি থেকে তার নামে অপ প্রচার চালানোর বিষয়টি তদন্ত না অধীন আছে,যারা এর সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,বান্দরবান জেলার ছাত্র প্রতিনিধি আসিফ ইকবাল জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে গত ১০ই জানুয়ারি সদর থানায় জিডি করেছি।তিনি বলেন বান্দরবানের সামাজিক উন্নয়ন, সংস্কারমূলক কার্যক্রম, শিক্ষার প্রসার এবং বৈষম্য নিরসনে আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। আমার ইতিবাচক ভূমিকা ও জনপ্রিয়তাকে বিতর্কিত করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ এবং ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তারা আমার সুনাম ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালাচ্ছে।
এদিকে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের দপ্তর ও প্রচার সম্পাদক মিসবাহ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিবৃতির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলার সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বান্দরবান জেলার ছাত্র প্রতিনিধি আসিফ ইকবাল এর বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
প্রসঙ্গত ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের গণ-অভ্যুত্থান এবং গণ-অভ্যুত্থান পরবর্তী বান্দরবান জেলায় সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল।