দেশজুড়ে

মিরসরাইয়ের অগ্নিকান্ডে থানায় মামলা, রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২১ , ৭:৫২:৪২ প্রিন্ট সংস্করণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থ হিন্দু পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারের পক্ষ থেকে জয়দেব শীল বাদি হয়ে মিরসরাই থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে পূর্ব শত্রæতা ও হুমকির বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে তবে সন্দেহ জনক কারো নাম প্রকাশ করা হয়নি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান, ভোরের দর্পণ প্রতিনিধিকে জানান, সোমবার ১১টার দিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পক্ষে জয়দেব শীল অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। তারা সন্দেহজনক কারো নাম প্রকাশ করছেন না। তবে অগ্নিকান্ডের কিছু অসংঘতির প্রশ্ন আমাদের মনে ঘুরছে। ওই প্রশ্নগুলোর উত্তর পেলেই রহস্য উদঘাটন করা যাবে। অথবা অগ্নিকান্ডের ঘটনায় পরিবারের কেউ জড়িত আছে কিনা।

এদিকে মামলার বাদী জয়দেব শীলের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত শনিবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার নাগাদ উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের মনু ভূঁইয়া পাড়ার শীল বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

 

আরও খবর

Sponsered content

Powered by