রাজশাহী

অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া সার বীজ অবশেষে বিতরণ

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২২ , ৭:১৩:৫৮ প্রিন্ট সংস্করণ

মোঃ আবদুল্লাহ-আল-অনিক, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়ায় অনিয়মের অভিযোগে উদ্বোধনের পর বন্ধ হওয়া সেই সার, বীজ ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৭ আক্টোবর ভোরের দর্পণে “অনিয়মের অভিযোগে সার বীজ বিতরণ স্থগিত” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

বৃহস্পতিবার সকালে ১০০ জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রশিক্ষণ হলরুমের সামনে খরিপ-২ মৌসুমে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে বীজ, সার ও উপকরণ বিতরণ করা হয়। এসময় ইউএনও (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী প্রমূখ।
এসময়, প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির জন্য ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি রাসায়নিক সার, উল্লেখিত পরিমাপের পলিথিন ও সুতলী, বালাইনাশক দেওয়া হয় এবং জমি প্রস্তুত, শ্রমিক, সেচ এবং বাঁশ ক্রয় বাবদ ২ হাজার ৮০০শ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে হবে বলে জানানো হয়।
এর আগে ২৬ আক্টোবর কৃষি প্রণোদনার বরাদ্দকৃত উপকরণ কম দেয়ার অভিযোগে উদ্বোধনের পরই বিতরণ কার্যক্রম স্থানীয় এমপি ও ইউএনও সাময়িক বন্ধ করে দেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, অভিযোগের ভিত্তিতে সেদিন প্রণোদনা বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়। পর্যালোচনা করে সঠিক পরিমাপে আজ সেই উপকরণ বিতরণ করা হলো।

আরও খবর

Sponsered content

Powered by