দেশজুড়ে

ইমু হ্যাকারদের চাকরি দেওয়ার ঘোষণা দিলেন এমপি কালাম

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৪ , ৪:৪৫:৫১ প্রিন্ট সংস্করণ

ইমু হ্যাকারদের চাকরি দেওয়ার ঘোষণা দিলেন এমপি কালাম

ইমু হ্যাকারদের চাকরি দেওয়ার ঘোষণা দিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজ কর্তৃপক্ষ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, যারা ইমু হ্যাকিং করে প্রতারণা করে তারা অনেক মেধাবী। কিন্তু তারা তাদের মেধাকে খারাপ কাজে লাগিয়ে আমার লালপুরের সম্মানহানি করছে। যে কারণেই তারা এটি করুক, তারা এই কাজ বন্ধ করে তওবা করলে আমি তাদের চাকরি দিবো। তাদের বিরুদ্ধে কোনো মামলা হবেনা, তাদেরকে গ্রেফতার করা হবেনা। সকল মামলা তুলে নেওয়া হবে।

আমার এই বিলমাড়িয়ার যে সকল তরুণ ছেলেরা ইমু হ্যাকিং করে তাদের সবাইকে চাকরির ব্যবস্থা করবো। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ ড. ইসমত আলী, বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, আওয়ামীলীগ নেতা অধ্যাপক আমজাদ হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by