প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৫ , ৬:২৫:১৫ প্রিন্ট সংস্করণ
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র, অসহায় ও গরীব মানুষের এবং এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
লংগদু জোনের আওতাভূক্ত উপজেলার পাহাড়ি বাঙালি অসহায় শীতার্তদের মাঝে শতাধিক শীতবস্ত্ৰ কম্বল, সাল ও (গরম কাপড়) সোয়েটার বিতরণ করা হয়। এছাড়াও স্থানীয় অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় অত্র জোনে গণ্যমান্য ব্যক্তিদের সাথে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় উপজেলার শান্তি সম্প্রীতি বজায় রাখতে আলোচনা করেন জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দীন মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মানুষের মৌলিক অধিকার রক্ষা, চাঁদাবাজ ও ভূমি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি জোরদার করণ এবং এব্যাপারে এলাকার জনসাধারণের সচেতন থাকার জন্য আলোচনা করা হয়।
এছাড়া জেলার সাথে সড়ক যোগাযোগ রক্ষায় লংগদু থেকে নানিয়ারচর সড়কের কাজ দ্রুততম সময়ে শুরু করার পদক্ষেপ নেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। সর্বোপরি সাম্প্রদায়িক সম্প্রীতি ভালো রেখে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য বলা হয়।