দেশজুড়ে

ভার্চুয়াল জামিন শুনানিতে অংশ নিবে না যশোরের আইনজীবীরা

  প্রতিনিধি ১২ মে ২০২০ , ৯:০১:২০ প্রিন্ট সংস্করণ

যশোর প্রতিনিধি : যশোর আদালতে ভার্চুয়াল সিস্টেমে (অনলাইন) জামিন শুনানিতে অংশ নিবেননা আইনজীবীরা পূর্ব প্রস্তুতি না থাকায় ডিজিটিল এই পদ্ধতিতে বিচারকার্যে অংশ নিতে এখনও তারা প্রস্তুত নয় সোমবার জেলা আইনজীবী সমিতির নম্বর ভাবন মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা ফলে যশোর আদালতে তথ্য প্রযুক্তির ব্যবহারে ভার্চুাল সিস্টেমে প্রথম দুই দিনেও কোন জামিন শুনানি অনুষ্ঠিত হয়নি

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর বলেন, করোনা দূর্যোগের সময় মামলার জট কমাতে সরকার সময়উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু সমিতির সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারে এখনো অনেকটা পিছিয়ে আছে ফলে ভার্চুয়াল উপস্থাপনের মাধ্যমে জরুরী জামিন শুনানিতে তারা অংশ নিচ্ছেন না

তিনি আরও বলেন, বিষয়ে মোবাইল ফোনে আইনমন্ত্রী, হায়কোর্টের রেজিস্টার জেনারেল যশোরের জেলা জজকে অবগত করা হয়েছে এসময়ে যশোর আদালতে আইনজীবীরা আদালতে জামিনের দরখাস্ত করে আসবেন বিচারক আইনজীবীর অনুপস্থিতিতে শুনানী করে যে আদেশ দিবেন সেটা গ্রহণ করা হবে এমন সিদ্ধান্ত নেয়ার পক্ষে জেলা আইনজীবী সমিতি

বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাচ্চু বলেন, যশোরের অধিকাংশ আইনজীবী ভার্চুয়াল উপস্থাপনের মাধ্যমে শুনানির সম্পর্কে অবগত নয় সরকারকে উদ্যোগকে স্বাগত জানালেও বিষয়টি নিয়ে আইনজীবীদের অনেক প্রশিক্ষনের প্রয়োজন আছে এই মুহূর্তে আইনজীবীরা ভার্চুয়াল সিস্টেমের শুনানিতে অংশ নিবে না  সভায় সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত হয়েছে

আরও খবর

Sponsered content

Powered by