দেশজুড়ে

বাগেরহাটে নারী শ্রমিকদের সুরক্ষা ও শোভন কাজ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৫ , ৫:৫৯:৪৬ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে জলবায়ুর ঝুঁকিতে থাকা নারী শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং শোভন কাজ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উন্নয়ন সংস্থা কর্মজীবী নারী ও দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় জেলার ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক মোঃ এহসানুল হক, বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস,এম মিজানুর রহমান, ফকিরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, সমাজসেবা অফিসার অতীশ সরদার, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, কর্মজীবী নারীর অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, সাধারণ সম্পাদক শারমিন কবীর, দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড এর সিনিয়র ম্যানেজার মোশফেকুর রহমান, কর্মজীবী নারীর প্রকল্প কর্মকর্তা রুবেল আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, কর্মজীবী নারী ১৯৯১ সাল থেকে নারী শ্রমিকদের অধিকার সুরক্ষা, মর্যাদা প্রতিষ্ঠা এবং উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে আসছে। আইএলও কনভেনশন ও জাতীয় শ্রম আইন অনুযায়ী নারীর অধিকার রক্ষায় সংগঠনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে, ক্রিশ্চিয়ান এইড-এর সহযোগিতায়, কর্মজীবী নারী “জলবায়ুর ঝুঁকিতে থাকা নারী শ্রমিকদের শোভন কাজের অধিকার এবং সামাজিক নিরাপত্তার জন্য ক্ষমতায়ন” প্রকল্প বাস্তবায়ন করছে। এর আওতায় কৃষি ও সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ খাতে কর্মরত নারী শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকি চিহ্নিত করে, স্বাস্থ্যসেবা, আর্থিক সহায়তা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে নারীদের সহনশীলতা বৃদ্ধি করা হচ্ছে। মাঠ পর্যায়ে প্রাপ্ত তথ্য থেকে দেখা যায়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারী শ্রমিকরা মজুরি বৈষম্য, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে তাদের দুর্বলতা আরও প্রকট হয়ে উঠছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন মহলে আলোচনা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের গুরুত্ব অপরিসীম বলে মনে করছে উন্নয়ন সংস্থা কর্মজীবী নারী।

আরও খবর

Sponsered content