রংপুর

এসএসসির ফলাফল দিনাজপুর শিক্ষা বোডের্র পাশের হার ৮১ দশমিক ১৬

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২২ , ৮:২৬:৩৬ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাশের হার ৮১ দশমিক ১৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৫ হাজার ৫৮৬ জন। এবারে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দু’টিই বেড়েছে। গতবারে পাশের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ১৭ হাজার ৫৭৮ জন। গতবারের চেয়ে দিনাজপুরের শিক্ষা বোর্ডের ফলাফল খারাপ হয়েছে এই প্রশ্নের জবাবে পরীক্ষা নিয়ন্ত্রণ বলেন, মানবিক বিভাগে শিক্ষার্থীরা নাম্বার কম পেয়েছে। এই কারণেই পাশের হার কমে এসেছে। তবে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে চার বিষয়ে পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষার ফলাফলে কোনো প্রভাব পড়েনি। তিনি জানান, বরাবরের মত এবারেও ছাত্রীদের পাশের হার বেশি। ছাত্রীদের পাশের হার ৮১দশমিক ৫৫ শতাংশ আর ছাত্রদের পাশের হার ৮০ দশমিক ৭৭ শতাংশ। এবারে জিপিএ-৫ পেয়েছে ২৫ হাজার ৫৮৬জন। এদের মধ্যে ছাত্রী ১৩৩৬৮ জন এবং ছাত্র ১২২১৮ জন। বহিষ্কার হয়েছে ৩৬ । এবারে শুন্য ফলাফল বিদ্যালয়ের সংখ্যা ৫টি। তবে গতবারে ছিল মাত্র একটি। শতভাগ পাশ করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা ৮৭টি যা গতবারে ছিল ৪৯৩টি। উল্লেখ্য, এবারে দিনাজপুর বোর্ডের অধীনে ৮টি জেলার ২ হাজার ৬৭৫টি স্কুল হতে ২৭৭টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৭৩ হাজার ৯১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এটি দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ১৩তম এসএসসি পরীক্ষা।

আরও খবর

Sponsered content

Powered by