প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:০১:০২ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এই মেলার উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং সাবেক চাকসু ভিপি এস এম ফজলুল হক, বক্তব্য রাখেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহাবুদ্দিন হাসান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘বই মানুষের মনুষ্যত্ব বিকাশের প্রধান নিয়ামক। বই পড়ায় মনোযোগী করে তুলতে মেলা বিরাট ভূমিকা রাখে। বইমেলায় এসে আড্ডা, বই দেখা এবং পরবর্তীতে কেনার যে মানসিকতা তৈরী হয় তা পাঠক সৃষ্টির একটি মোক্ষম মাধ্যম। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ডিভাইস থেকে বের করে শিক্ষার্থীদের বইমুখী করা গেলে দেশের উন্নয়ন সমৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে চবির এই বইমেলা। মেলায় রয়েছে ৩০টি স্টল। এতে জাতীয়, আঞ্চলিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলোর প্রকাশনার বই পাওয়া যাচ্ছে।