বাংলাদেশ

হাওরে ধান দেখতে গিয়ে করোনা আক্রান্ত কৃষি ডিজি ও তার মেয়ে

  প্রতিনিধি ১০ মে ২০২০ , ১:৪১:০৩ প্রিন্ট সংস্করণ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ও তার মেয়ে করোনা আক্রান্ত হয়েছেন। অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো আবদুল মুঈদ ও তার কৃষিবিদ মেয়ে এখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৯ মে) সন্ধ্যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ও তার মেয়ের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। দুইজনই চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে ২২ ও ২৩ এপ্রিল নেত্রকোনা হাওরে ধানকাটার অবস্থা দেখতে গিয়েছিলেন। এর ৩ থেকে ৪ দিন পর করোনার উপসর্গ দেখা যায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) ড. আলহাজ উদ্দিন আহমেদ  বলেন, স্যারকে (ডিজি) নিয়ে আমরা ব্যস্ত। হাওরে ধানকাটার অবস্থা দেখতে যাওয়ার কয়েকদিন পর থেকে স্যার অসুস্থ। মেয়েসহ স্যার করোনায় আক্রান্ত। তারা এখন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও খবর

Sponsered content

Powered by