দেশজুড়ে

দূর্বল ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন কল্পে শিখন ঘার্তি প্রোগ্রাম অনুষ্ঠিত

  প্রতিনিধি ১ মার্চ ২০২৫ , ৪:১২:৫৪ প্রিন্ট সংস্করণ

দূর্বল ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন কল্পে শিখন ঘার্তিপ্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দূর্বল ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন কল্পে শিখন ঘার্তি প্রোগ্রাম, অগ্রগতি মূল্যায়ন ও শ্রেনীকক্ষভিত্তিক সহায়তা ২ দিন ব্যাপি মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা ও শরণখোলা উপজেলায় ২টি বিদ্যালয়ে এ প্রগ্রামের আওতায় আনা হয়েছে। ইউনেসেফ এর অর্থায়নে এবং বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালনায় ২ দিন ব্যাপি দূর্বল ছাত্র/ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন কল্পে শিখন ঘার্তি প্রগ্রাম ও মূল্যায়ন কার্যক্রমে ৪টি বিষয়ে শুক্রবার বেলা ১১ টায় এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেনীর ১৮১ জন পরিক্ষার্থীদের মধ্যে মূল্যয়ন ও বাছাই অনুষ্ঠিত হয়েছে।

১ম দিন বাংলা ও ইংরেজী এবং ২য় দিনে গনিত, বিজ্ঞান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মূল্যায়ন পর্যালচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইমরান আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুল আলিম, মাতৃভাষা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো: নজরুল ইসলাম তালুকদার, প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি শামীম আহসান মল্লিক, শিক্ষক বিদ্যুৎ কুমার, ফারুকুল ইসলাম, এটিএম মঞ্জুরুল ইসলাম, হরিচাদ কুন্ডু প্রমুখ।

আরও খবর

Sponsered content