প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ৬:০১:৩৫ প্রিন্ট সংস্করণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ১২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রাণ কোম্পানীতে কর্মরত এস আর ঐক্য সংগঠনের সদস্যরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় এস আর ঐক্য সংগঠন পাঁচবিবি উপজেলা শাখার আয়োজনে শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করে। মানববন্ধন চালাকালীন সময়ে এস আরদের বকেয়া বেতন পরিশোধ, বোনাস প্রদান ও সরকারি ছুটি অনুযায়ী সকল সুযোগ সুবিধা আদায়ের লক্ষে ১২ দফা দাবির লক্ষ্যে বক্তব্য রাখেন সংগঠণের নেতা সেলিম হোসেন, আইনুল ইসলাম সাগর, রাশেদুল ইসলাম, আব্দুল হান্নান ও উলিউর রহমান। এসময় উপজেলায় প্রাণ কোম্পানীতে কর্মরত সকল এস আর উপস্থিত ছিলেন।