ক্রিকেট

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ শুরু হলো মুশফিক-রিয়াদদের করোনা পরীক্ষা

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২০ , ৩:৪৮:৩৮ প্রিন্ট সংস্করণ

 ক্রিকফ্রেঞ্জি ডেস্ক:

ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু করার মধ্য দিয়ে শ্রীলংকা সফরের আনুষ্ঠানিকতা শুরু করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের করোনা পরীক্ষা।

১৮ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানোর কথা থাকলেও সেটি এগিয়ে আনা হয়েছে। যাতে করে সফরের আগে কেউ করোনা আক্রান্ত হলে সুস্থ্য হয়ে দলে ফেরার জন্য পর্যাপ্ত সময় পায়।ক্রিকেটারদের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হবে। যাতে করে কেউ পজিটিভ হলে বাকিরা সতর্ক থাকতে পারেন।
এতদিন একক অনুশীলন করলেও ক্রিকেটারদের এই করোনা পরীক্ষার পর শুরু হবে দলগত অনুশীলন। একজন ক্রিকেটার করোনা পরীক্ষায় নেতিবাচক প্রমাণিত হলে অংশ নিতে পারবেন দলগত অনুশীলনে।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে শ্রীলংকার উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ জাতীয় দল। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২৪ তারিখ ক্যান্ডিতে শুরু হবে সিরিজের প্রথম  টেস্ট।

আরও খবর

Sponsered content

Powered by